
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আসিফা খাতুন (৯), নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার (৯ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ফুরকান মোড় (নবগ্রাম) গ্রামে এ ঘটনাটি ঘটে। সে একই গ্রামের মোঃ ইউসুফ আলীর মেয়ে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সকাল আনুমানিক ৯টার দিকে ফুরকান মোড় (নবগ্রাম) গ্রামে আসিফা খাতুন বাসায় ডিস ক্যাবলের লাইন টিভিতে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়। পরে তাকে পরিবারের লোকজন গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়ায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।