
মাসুদ পারভেজ রনি, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: “গ্রেনেড হামলাকারীদের ফাঁসি চাই” এই স্লোগানে ২১ শে আগস্ট ভয়াল গ্রেনেড হামলার প্রতিবাদে লাকসামে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১আগষ্ট) সকালে লাকসাম উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবীতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাইপাসে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মহব্বত আলী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ আহবায়ক অধ্যাপক আবুল খায়ের, সদস্য চেয়ারম্যান ওমর ফারুক, কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামিম, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম তুষার, পৌরসভা ছাত্রলীগের সভাপতি সাইফ খান স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদেশ্যে গ্রেনেড হামলা করা হয়। এই হামলার সাথে যারা জড়িত তাদের অবশ্যই বিচারে আওতায় আনতে হবে। সকল অপশক্তিকে রুখে দিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। এসময় ২১ আগস্টে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত ফাঁসির দাবিও করেন তারা।