
শফিউল হক রানা,
কক্সবাজার জেলা
কক্সবাজার চকরিয়ায় শিক্ষকের বেঁড়ধক পিটুনিতে সাইদুর রহমান (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম নজরুল ইসলাম। তিনি স্কুলের খন্ডকালিন শিক্ষক। তার বাড়ি উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে।আহত ছাত্র চকরিয়া পৌরসভার সভার ৮নং ওয়ার্ডের মাষ্টার পাড়ার বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।আহত শিক্ষার্থী সাইফুলের সহপাঠিরা জানান, মঙ্গলবার সকাল ১০টায় প্রতিদিনের মতো সাইফুল স্কুলে যায়। এসময় এ্যাসেম্বলির ঘন্টা বাজছিল। তখন সে শ্রেণি কক্ষে বসে গণিত করছিল। পরে এ্যাসেম্বলি ক্লাস শেষ করে খন্ডকালিন শিক্ষক নজরুল ইসলাম নবম শ্রেণির কক্ষে গিয়ে এসেম্বলি ক্লাসে যোগ না দেয়ার অভিযোগ এনে ছাত্র সাইফুল কে ডিসের মোটা তার দিয়ে বেড়ধক পিটিয়ে দুই হাত ও পায়ে আঘাত করে। পরে সহপাঠিরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে এক্সরে করলে দেখা যায় তার বাম পায়ের হাট ভেঙ্গে যায়।আহত শিক্ষার্থী সাইফুল বলেন, শ্রেণি কক্ষে বসে অংক করছিলাম। ওইসময় এ্যাসেম্বলিতে উপস্থিত না হওয়ার কারণে নজরুল স্যার মোটা তার দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে পিঠুনি সহ্য করতে না পেরে দৌড়ে পালাতে গিয়ে টেবিলে আটকে গিয়ে বাম পা ভেঙে যায়।এদিকে সাইফুলের সহপাঠিরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন।অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম বলেন, পিঠুনির সময় এক ছাত্র দৌড়ে পালাতে গিয়ে সামান্য আঘাত পান। এসব বিষয়ে কিছু জানতে চাইলে প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করতে বলেন তিনি।এদিকে চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, সাইফুল নামে এক শিক্ষার্থী এ্যাসেম্বেলি চলাকালিন ক্লাস রুমে বসে আড্ডা দিচ্ছেছিলো। এসময় এ্যাসেম্বেলিতে আসতে নজরুল ইসলাম নামে এক শিক্ষককে শিক্ষার্থীদের কাছে পাঠাই। তারা শিক্ষকের উপস্থিতির ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্ঠা করলে টেবিলে আঘাত পান বলে জানান তিনি।