হঠাৎ বিস্ফোরণ
আগুনের লেলিহান শিখা
চারদিকে চিৎকার
প্রাণ বাঁচানোর ভিক্ষা।
ফায়ার সার্ভিসের আগমন
আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা
জীবন বিলিয়ে দিলেন অন্যকে বাঁচানোর জন্য
নেও তাদের থেকে শিক্ষা।
পুলিশের আন্তরিকতা
সামাজিক সংগঠন গুলোর রক্ত দেয়ার হিড়িক
ডাক্তারদের আন্তরিকতা
বাংলাদেশে যেন এক ঐক্যের চমক।
আগুনের লেলিহানে লাশের গন্ধে
মৃত্যুপুরীতে পরিণত হয়ে উঠে
আগুনের কালো ধোঁয়া
অনেক দূর ছড়িয়ে পড়ে।
যৌথ বাহিনীর প্রচেষ্টায়
আগুন নিয়ন্ত্রণ আনেন
এরই মাঝে অনেকের জীবন অঙ্গার হয়ে যায়
আকাশ বাতাস বাড়ি হয়ে ওঠে।
চার জুন রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে
একের পর এক কন্টিনেটার বিস্ফোরণে
পুরো বাংলাদেশ কেঁপে ওঠে
মানুষের চোখের জল এমনি পড়ে।
আহতদের চিৎকার বাঁচাও আমায়
বাঁচার কতো আকুতি, কতো বেদনা দায়ক চিৎকার
কারোর পা নেই, হাত নেই, কেহ জ্বলে পুড়ে আঙ্গার
ফায়ার সার্ভিস,পুলিশ, সামাজিক লোকদের প্রচেষ্টা
এ্যাম্বুলেন্স ড্রাইভারদের আন্তরিকতা, ডাক্তারদের তুলনাহীন সেবার।
পাঁচ কিলোমিটার দূরে বাড়ির কাচ ভেঙ্গে পড়ে
মনে হচ্ছে কেয়ামত বাড়ির ধারে
সিএনজি অটোরিকশা আহতদের কে নিয়ে যাচ্ছে
সরকারী বেসরকারী হসপিটালে।
সবাই একত্রিত হয়ে মানবিক কাজে
উদহারন সৃষ্টি করলে বাংলাদেশে
ঐক্য থাকবে সব সময় আমাদের মাঝে
সৃষ্টিকর্তা রহমত দাও আমাদের উপরে।