
এম. এস. আমান, চাপাঁই নবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম নির্দেশক্রমে অতি: পুলিশ সুপার (ক্রাইম আ্যান্ড অপস্) মোঃ রোকনুজ্জামান সরকার এর তত্ত্বাবধানে এসআই (নি:) মোঃ আসগর আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর অভিযানে আসামি ০১) মোঃ রবিউল ইসলাম (৩০) পিতা-মোঃ ইউসুফ আলী সাং বালুবাগান (পেট্রোল পাম্প সংলগ্ন) থানা – সদর মডেল জেলা – চাঁপাইনবাবগঞ্জ কে ইং ০৬/৮/২৩ তারিখ রাত্রি ২২:৪০ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন শিবগঞ্জ বাসস্ট্যান্ডের একতা কাউন্টারের সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে কানসাট হতে ঢাকাগামী একতা পরিবহনের যাত্রী ধৃত আসামি মোঃ রবিউল ইসলাম (৩০) এর পরিহিত প্যান্টের সামনের বেল্টের নাভির নিচে অভিনব কায়দায় সেটিং অবস্থায় ০১ (এক) টি বিদেশি তৈরি সচল পিস্তল, ০১ (এক) টি ম্যাগাজিন ও ০৩ (তিন) রাউন্ড গুলি {ম্যাগজিনে লোড করা অবস্থায়} সহ আটক করা হয়। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে