
মোঃ সোহেল আমান
রাজশাহী বিভাগীয় প্রধান
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের বালিগ্রাম এলাকায় কসাইখানা নির্মাণ না করে অন্য জায়গায় নির্মাণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টার সময় জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন, বিদ্যালয়, স্থানীয় মাদ্রাসা, চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আলহাজ্ব আব্দুস সামাদ ডিগ্রি কলেজের প্রভাষক মো. মিজানুর রহমান মিঠুন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম, সোনারমোড় বালিগ্রাম তালিমুল কোরআন নূরানী মাদরাসার সভাপতি আলহাজ্ব মো. আমানুল্লাহ, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিদ্যালয় ও মাদরাসার অন্যান্য শিক্ষকবৃন্দ ও স্থানীয়রা।