
এম. এস. আমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে র্যাব মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে ০৭ জনকে গ্রেফতার করেন র্যাব-৫।
সোমবার (৩১ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদরের চাঁদলাই মীরের বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মোঃ শামসুদ্দিন কালুয়া (৪৮) মোঃ ইব্রাহিম (২৫) মোঃ আশিক (২৪) মোঃ পিন্টু আলী (২২) মোঃ জীবন ইসলাম (৪৫) মোঃ রুবেল (৫০) মোঃ ফজলে রাব্বী (২৬)।
এ সময় তাদের কাছ থেকে ৮ পুড়িয়া হেরোইন ০.২ গ্রাম। ৭ পোটলা গাঁজা ১০ গ্রাম, ১টি প্লাষ্টিকের বাটযুক্ত ছোট কাঁচি জব্দ করেন।
অভিযানটি পরিচালনা করেন, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযানিক দল।
র্যাব জানিয়েছেন, তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে উল্লেখিত স্থানে একত্রিত হয়ে তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয় ও সেবন করার উদ্দেশ্যে উক্ত এলাকায় অবস্থান করে জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে।
এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু করা হয়েছে।