তুহিন ভূইয়া, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ৪ কেজি গাজা সহ আল আমিন মোল্লা (২৫) নামে ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
সোমবার (৭ ডিসেম্বর) দুপুরে চান্দিনা থানার ওসি (তদন্ত) মোঃ ওবায়দুল হক এর নেতৃত্ত্বে বিশেষ অভিযানে এসআই মোঃ রাকিব উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানাধীন পালকি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে আল আমিন মোল্লাকে আটক করে। এসময় তার সাথে একটি স্কুল ব্যাগ তল্লাসী করে ৪ কেজি গাজাসহ তাকে আটক করে।
আটক আল আমিন মোল্লা মাদরীপুর জেলার, মাদরীপুর সদর থানার, ঝিকরহাটি গ্রামের, কুদ্দুস মোল্লা’র ছেলে।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আল আমিন মোল্লাকে ৪ কেজি গাজাসহ আটক করা হয়েছে। আটক আল আমিন মোল্লা’র বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
আসামীকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।