তুহিন ভূইয়া, চান্দিনা (কুমিল্ল) প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ৩ কেজি গাজা সহ মোঃ শাকিল খান (২২) নামে ১ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।
শুক্রবার (৪ জানুয়ারী) সকালে চান্দিনা থানার অফিসার ইনচার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াছ এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ ওবায়দুল হক এর নেতৃত্ত্বে বিশেষ অভিযানে টিম চান্দিনার সদস্য এসআই গিয়াস উদ্দিন, চান্দিনা থানাধীন পালকি সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিন পাশে রাস্তার উপর হইতে শাকিলকে ৩ কেজি গাজাসহ আটক করে।
আটক শাকিল ফরিদপুর জেলার সালথা থানার,
বাউশখালী গ্রামের, মান্নান খান এর ছেলে।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ শামস্উদ্দিন মোহাম্মদ ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিল খানকে ৩ কেজি গাজাসহ আটক করা হয়েছে। আটক শাকিল এর বিরুদ্ধে চান্দিনা থানায় মাদক আইনে মামলা হয়েছে।
আসামীকে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।