চান্দিনা প্রতিনিধিঃ দ্বিতীয় ধাপে অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনে কুমিল্লার চান্দিনায় আওয়ামীলীগের এক বিদ্রোহী প্রার্থীসহ মেয়র পদে ৮ জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২০ ডিসেম্বর রবিবার বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীরা তাদের নেতা কর্মীসহ উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. জাহাঙ্গীর হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিব।
মেয়র পদে ৮ প্রার্থী হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শওকত হোসেন ভূইয়া, বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র শাহ্ মো. আলমগীর খান, আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. মফিজুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আব্দুল মান্নান সরকার, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) জামশেদ আহমেদ জাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজী রেজাউল করিম, স্বতন্ত্র প্রার্থী শামিম হোসেন ও হুমায়ূন কবির।
এছাড়া ৯টি ওয়ার্ড থেকে ৪৯জন কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড থেকে ৭জন নারী কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।