তুহিন ভূইয়া, চান্দিনা প্রতিনিধিঃ
চান্দিনা উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
চান্দিনা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতিও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ, এমপি’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আব্দুল মালেক,দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.শাহাব উদ্দিন মাস্টার, মহিচাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু মুসা মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) নাঈমা ইসলাম, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ মো. সেলিম প্রধান ,বাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম।