মোঃ সোহেল আমান
রাজশাহী বিভাগীয় প্রধান
চাপাঁইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২৬ (ছাব্বিশ) বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ উদ্ধার সহ আটক ০২ জন ।
চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান পিপিএম এর সার্বিক নির্দেশক্রমে মোঃ বাবুল উদ্দিন সরদার অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই ( নি:) মোঃ মাহাফুজুর রহমান ও এসআই (নি:) মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ইং ০২/১১/২০২৩ তারিখ ২০:০৫ ঘটিকায় শিবগঞ্জ থানাধীন নামো জগন্নাথপুর দোভাগী ফিল্ডবাজার গ্রাম থেকে আসামি ১। মোঃ কালাম (২৫) পিতা- মোঃ মনিরুল ইসলাম মনি সাং চরহাসানপুর খাকচাপাড়া থানা – শিবগঞ্জ জেলা – চাঁপাইনবাবগঞ্জ ও একজন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু কে ২৬ ( ছাব্বিশ) বোতল আমদানি নিষিদ্ধ বিদেশি মদ সহ আটক করা হয়। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়।