স্টাফ রিপোর্টারঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে তার ৬৭তম জন্মদিনে নিসচা’র যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল ২৪ ডিসেম্বর শনিবার বিকেলে নিসচা কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় তিনি চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের সুস্বাস্থ, দীর্ঘায়ু ও সর্বোচ্চ সফলতা কামনা করেন। তিনি বলেন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথিকৃত।
ইলিয়াস কাঞ্চন মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় ইতোমধ্যে একুশে পদকে ভূষিত হয়েছেন। মানবিক গুণাবলিতে উজ্জীবিত একজন পরিশুদ্ধ মানুষ হিসেবে তিনি সর্বমহলে সুপরিচিত ও সমাদৃত।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.