
একটি জাতীয় মহাকাশ পরীক্ষাগার হিসেবে চীনা মহাকাশ স্টেশন আগামী ১০ থেকে ১৫ বছরে এক হাজারেরও বেশি গবেষণা প্রকল্প পরিচালনা করবে।
১৩ জানুয়ারি শাংহাইয়ে অনুষ্ঠিত চীনা মহাকাশ স্টেশনের মহাকাশ প্রয়োগ ব্যবস্থার বৈজ্ঞানিক ও প্রায়োগিক অগ্রগতি বিষয়ক এক ব্রিফিংয়ে বিশেষজ্ঞরা ভবিষ্যতে চীনা মহাকাশ স্টেশন যে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও প্রয়োগ গবেষণা পরিচালনা করবেন তার একটি বিস্তারিত তথ্য ব্যাখ্যা করেছেন।
চীনের মহাকাশ স্টেশনটি পৃথিবীর কাছাকাছি মহাকাশ গবেষণা কেন্দ্র। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের স্পেস অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সেন্টারের সিনিয়র ইঞ্জিনিয়ার এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট অফিসের ডেপুটি ডিরেক্টর পা চিন জানান, মহাকাশ জীবন বিজ্ঞানবিষয়ক গবেষণার দিকে মৌলিক জীববিজ্ঞান, জৈবপ্রযুক্তি ও রূপান্তর, জীবন বাস্তুবিদ্যা এবং জীবনের উৎপত্তির ওপর ফোকাস করবে। জীবনের সব স্তরের উপর মহাকাশ পরিবেশের প্রভাব এবং জবাব প্রতিক্রিয়ার শৃঙ্খলা আরো উন্মোচন করবে এবং উন্নত জৈবপ্রযুক্তিতে সাফল্য অর্জনের চেষ্টা করবে।
সূত্র:লিলি-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।