
চীনের জাতীয় অভিবাসন ব্যবস্থাপনা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে চীনে প্রবেশ ও প্রস্থানের পরিমাণ প্রায় ৬১ কোটি, যা আগের বছরের চেয়ে ৪৩.৯ শতাংশ বেড়েছে। এর মধ্যে ২৯.১ কোটি মূল ভূখণ্ডের বাসিন্দা, ২৫.৮ কোটি হংকং, ম্যাকাও ও তাইওয়ানের বাসিন্দা আর ৬.৪৮৮২জন হলেন বিদেশি মানুষ। এই পরিমাণ আগের বছরের চেয়ে যথাক্রমে ৪১.৩, ৩৮.৮, ৮২.৯ ও ১১২.৩ শতাংশ বেড়েছে।
২০২৪ সালে বিদেশিদের মোট ২.৫৯৭ মিলিয়ন ভিসা জারি করেছে চীন, যা তার আগের বছরের চেয়ে ৫২.৩ শতাংশ বেশি। ট্রানজিট ভিসা-ফ্রি নীতির কারণে যোগ্য ব্যক্তির সংখ্যা আগের বছরের চেয়ে ১১৩.৫ শতাংশ বেড়েছে।
সূত্র:তুহিনা-তৌহিদ,চায়না মিডিয়া গ্রুপ।