কুমিল্লার চৌদ্দগ্রামে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ০১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮/০৩/২০২৩ খ্রিঃ ০৩.২০ ঘটিকায়) চৌদ্দগ্রাম থানার এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান সঙ্গীয় অফিসার ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ০৬নং ঘোলপাশা ইউপিস্থ বাবুচি সাকিনে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির পিছনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন সংলগ্ন গ্রাম্য কাঁচা রাস্তার উপর হইতে আসামী ১। সৈকত হোসেন (২২) ও ২। আল আমিন প্রকাশ সবুজ(২৫)দ্বয়ের হেফাজত হইতে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন। এই সংক্রান্তে এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসান বাদী হয়ে উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।