যে ছেলেটা টোটো চালায়
গলির মোড়ে ৷
সেই ছেলেটা B. A অনার্স
মেদনীপুরে ৷
যে ছেলেটা পাঁপড় ভাজে
রথের মেলায় ৷
ডিম – ঘুগনির দোকান পাতে
বকুলতলায় ৷
সেই ছেলেকে প্রশ্ন করো
” টেট দিয়েছো” ?
পাশ করা সেই টেটের কাগজ
দেখায় আজো ৷
যে ছেলেটা বি. টেক পাশ
ইঞ্জিনিয়ার ৷
হন্যে হয়ে চাকরি খোঁজে
আজো বেকার !
উন্নয়নের রথ ছুটে যায়
অযোধ্যাতে ৷
সর্ষে বীজে শিল্প হাসে
এ বাংলাতে ৷
যে ছেলেটা চা বেচে রোজ
লোকাল ট্রেনে ৷
সেই ছেলেটাও লিখতো ছড়া
ছন্দ জানে ৷
ছন্দ এখন স্বপ্নভাঙা
মনের ঘরে ৷
এই কবিতা লিখছি আমি
তাদের তরে ৷
………………………………………………..
দাসপুর, ঘাটাল, পশ্চিম মদিনীপুর ৷
(W.B)