ঢাকা ০৬:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পঁচিশে বৈশাখের ছড়া কবিতা

ছবি

  • গৌতম মণ্ডল
  • আপডেট সময় ১২:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
  • ২০৪ বার পড়া হয়েছে

খাতার পাতায় আঁকছি ছবি
আকাশ ছোঁয়া মাঠ ৷
জল থৈ থৈ পদ্ম পুকুর
শালুক ফোটা ঘাট ৷

খাতার পাতায় আঁকছি ছবি
কুমোর পাড়ার গাড়ি ৷
ঘোমটা টানা কুমোর বউয়ের
নকশা কাটা শাড়ি ৷

তুলতুলে এক মেঘ এঁকেছি
আকাশ নীলের মাঝে ৷
সেই মেঘটা যাচ্ছে দেখি —
অমল – সুধার কাছে ৷

নদীর বুকে ঢেউ এঁকেছি
রঙ দিয়েছি ঢেলে ৷
কেয়া পাতার নৌকোখানি
নাচছে ঢেউয়ের তালে ৷

এঁকে ছবি রঙ দিয়েছি
সেই নদীটার বুকে ৷
ও…মা, খাতার পাতায় দেখতে পেলাম
রবীন্দ্রনাথকে !

………………………………………………..
তাং- ০৫/০৫/২০২৩
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷
(W.B)

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পঁচিশে বৈশাখের ছড়া কবিতা

ছবি

আপডেট সময় ১২:০১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩

খাতার পাতায় আঁকছি ছবি
আকাশ ছোঁয়া মাঠ ৷
জল থৈ থৈ পদ্ম পুকুর
শালুক ফোটা ঘাট ৷

খাতার পাতায় আঁকছি ছবি
কুমোর পাড়ার গাড়ি ৷
ঘোমটা টানা কুমোর বউয়ের
নকশা কাটা শাড়ি ৷

তুলতুলে এক মেঘ এঁকেছি
আকাশ নীলের মাঝে ৷
সেই মেঘটা যাচ্ছে দেখি —
অমল – সুধার কাছে ৷

নদীর বুকে ঢেউ এঁকেছি
রঙ দিয়েছি ঢেলে ৷
কেয়া পাতার নৌকোখানি
নাচছে ঢেউয়ের তালে ৷

এঁকে ছবি রঙ দিয়েছি
সেই নদীটার বুকে ৷
ও…মা, খাতার পাতায় দেখতে পেলাম
রবীন্দ্রনাথকে !

………………………………………………..
তাং- ০৫/০৫/২০২৩
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷
(W.B)