
স্টাফ রিপোর্টার
ছাত্র জনতার আন্দোলন দমনে অর্থ যোগানদাতা যুবলীগ ক্যাডার ফিরোজ আলমের নেতৃত্বে বাড়ি দখলের চেষ্টা নগদ অর্থ স্বর্নাঅলংকার মোবাইল সহ কোটি টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রশাসনের নিরবতা লক্ষ করা গেছে।
অনুসন্ধানে জানা যায়, ৭নং ফকিরেরপুল মতিঝিল, পৈত্রিক বসতবাড়িতে বসবাস করতেন মরহুম জামাল উদ্দিন। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে গত ০৪/০২/২০২২ইং পরলোক গমন করেন। বিধবা অসহায় নারী শিউলি জামাল দুই পুত্র ও এক কন্যা সন্তান নিয়ে স্বামীর পৈত্রিক বসত বাড়িতে বসবাস করছেন।
সন্ত্রাসী যুবলীগ নেতা ও তার সহযোগী সন্ত্রাসীরা বিভিন্ন সময় বিধবা শিউলি জামাল কে ভয়ভীতি ও হুমকি প্রদান করে মৃত জামাল উদ্দিন এর পৈত্রিক বাড়ির অংশ বিক্রয় করিতে নানা প্রকার প্রলোভন দেখিয়ে আসছে।
ভুক্তভোগী শিউলি জামাল সন্তানদের ভবিষ্যত বিবেচনায় স্বামীর পৈত্রিক বসতবাড়ির অংশ বিক্রয় করিবেনা বলে সাফ জানিয়ে দিলে গত ০৩/১০/২০২৪ ইং মোঃ ফিরোজ আলম, মোঃ কবির, মোঃ খোরশেদ আলম সহ আরও ৭/৮ জন ভুক্তভোগীর পরিচালিত খুশী খাবার হোটেলে প্রবেশ করিয়া মারমুখী সন্ত্রাসী কায়দায় নিজ বাসস্থান থেকে চলে যেতে বলেন।
অন্যথায় ভুক্তভোগী শিউলি জামাল এর সন্তানদের গুম, খুন করা হবে বলে হুমকি প্রদান করিলে তিন সন্তানের জননী, বিধবা শিউলি জামাল, মতিঝিল থানায় উপস্থিত হয়ে দায়িত্বরত অফিসার ইনচার্জ কে বিষয়টি অবগত করেন। কর্তব্যরত অফিসার ইনচার্জ, তাৎক্ষণিকভাবে, দায়িত্বরত ডিউটি অফিসার কে একটি সাধারণ ডাইরি করে দিতে নির্দেশনা দিলে জিডি নং-১১৮, ০৩/১০/২০২৪ ইং তারিখ অভিযোগ দায়ের করেন।
বিষয়টি তদন্তে থাকাকালীন, পরবর্তীতে গত ১৬/১১/২০২৪ ইং তারিখ মোঃ ফিরোজ আলম, মোঃ খোরশেদ আলম সহ আরও ১০/১২ জন অসহায় বিধবা নারী শিউলি জামাল এর খুশী খাবার হোটেলে প্রবেশ করিয়া এলোপাতাড়ি মারধর করে। এমন সময় শিউলি জামাল এর শিশু কন্যা জান্নাত আরা খুশি, গুরুতর আহত হয়ে মা ও মেয়ে উভয়ই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়।
১৬/১১/২০২৪ ইং তারিখের ঘটনায় ভুক্তভোগী থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ অফিসার ইনচার্জ মতিঝিল থানা বরাবর প্রদান করেন।
অদৃশ্য কারণে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব থাকলে ভুক্তভোগী ১৯/১১/২০২৪ ইং আদালতে উপস্থিত হয়ে ফিরোজ আলম গং দের বিরুদ্ধে অভিযোগ করেন। মাননীয় আদালত তদন্তের জন্য পিবিআই কে নির্দেশ প্রদান করেন।
cr case no 2188/2024 next day 20-01-2025 pbi report তদন্ত চলমান রয়েছে।
গত ০১/০১/২০২৫ ইং সময় আনুমানিক দুপুর ১টায় ফিরোজ আলম গং দের সংঘবদ্ধ হামলায় মারাত্মক আহত ভুক্তভোগী শিউলি জামাল ও তার পরিবার কে ৭নং ফকিরাপুল ৫ম তলায় ছোট কামরায় আটকে রেখে
বাসার একাধিক ঘরের মালামাল ভাংচুর করে নগদ অর্থ, স্বর্নাঅলংকার, মোবাইল ও গুরুত্বপূর্ন কাগজপএ নিয়ে যায়। তাদের চিৎকার চেচামেচি শুনে অপরিচিত ব্যাক্তি জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে সহযোগিতা কামনা করলে মতিঝিল থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে।
এমন সময় ভুক্তভোগীর নিকটতম লোকজন আহতদের চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
প্রতিবেদন লেখা প্রর্যন্ত আহতরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। নতুন কোনো অভিযোগের সংবাদ পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবার প্রশাসনের সংশ্লিষ্ট সর্বোচ্চ মহলের সহযোগীতা কামনা করেন।