পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দশমিনায় সরকারি সেবাপ্রাপ্তির বিষয়ে সাধারণ জনগণ ও বিভিন্ন ভাতাভোগীদের অভিযোগ শুনতে সরকারি কর্মকর্তাদের নিয়ে একটি বিদ্যালয়ের মাঠে উপস্থিত হন পটুয়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা।
এজন্য হাজার হাজার জনগণকে নিয়ে আয়োজন করা হয় মতবিনিময় সভার। ওই সভায় উপজেলা কৃষি কর্মকর্তা, সমাজসেবা, শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে জনগণের সামনে হাজির হন এমপি শাহজাদা।
মতবিনিময় সভার মুখ্য সমন্বয়ক ছিলেন ইউএনও নাফিসা নাজ নীরা। এ সময় সরকারি সেবাপ্রাপ্তির বিষয়ে সাধারণ জনগণ ও বিভিন্ন ভাতাভোগীদের প্রায় অর্ধশত প্রশ্নের সম্মুখীন হন ওই এমপি। অভিযোগ ও প্রত্যাশার কথা শুনে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে এবং নিজে তাৎক্ষণিক সমাধান করে দেন এমপি শাহজাদা।
বৃহস্পতিবার ০৯/১১/২০২৩ খ্রিঃ দুপুরে আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রনগোপালদী ইউনিয়ন পরিষদের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভায় চেয়ারম্যান আবদুল আজীজের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কাজী কালাম ও জেলা পরিষদ সদস্য গাজী মিজান প্রমুখ।