
এ জে সোহেল, স্টাফ রিপোর্টারঃ বসতবাড়ি জায়গা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামে ছোট ভাই ও তার ছেলেদের পিটুনিতে প্রাণ গেলো বড় ভাইয়ের। শনিবার ১২ আগষ্ট ২৩ ইং তারিখ সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ইসহাক (৫৩)। তিনি বুড়িচং উপজেলার ইছাপুরা গ্রামের মৃত মোহাম্মদ আলী আশরাফের ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ইব্রাহিমকে আটক করেছে পুলিশ।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসানাত খন্দকার ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইসহাক মিয়ার সাথে তার ভাই ইব্রাহিমের বসতভিটে ও ছাদ নিয়ে বেশ দিন ধরেই বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে শুক্রবার সকালে ইসহাক মিয়ার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেয় ইব্রাহিম ও তার ছেলেরা। পরে নিহত ইসহাক মিয়া জরুরী সেবা ৯৯৯ কল করে পুলিশের সহযোগিতায় ঘটনাস্থলে গিয়ে চলাচলের রাস্তা উন্মুক্ত করে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ইব্রাহিম ও তার ছেলেরা।
১২ আগষ্ট ২৩ ইং রোজ শনিবার সকাল ১০টার দিকে ইব্রাহিম ও তার ছেলেরা ইছহাকের ওপর হামলা করে। তারা ঘরে ঢুকে ইছাহাক মিয়াকে পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত ইসহাক মিয়ার দুই ছেলে বিদেশে থাকে। এ নিয়ে পূর্বে একাধিক সালিশ বৈঠক হয়।
বুড়িচং থানার উপরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।