ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো : বাংলাদশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক পরিচালক, বিএফইউজ-বাংলাদশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনীচক্র জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে তা কোনভাবেই মোচনীয় নয়। খুনীচক্র দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসাবেই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিলো। জাতির পিতার দার্শনিক শক্তি হিসেবে ভবিষ্যতে যাতে কান্ডারী হয়ে না পারে সেজন্য শিশু শেখ রাসেলকে তারা হত্যা করেন। তারা পাকিস্তানের যে আদর্শে বাংলাদশকে পরিচালনার চেষ্টা করছিলো সেই পাকিস্তান আজ আর নেই। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। তিনি আরো বলেন, যে পরিকল্পনার মাধ্যম জাতির পিতাকে হত্যা করা হয়ছিলো সেইরকম পরিকল্পনা হয়েছে বারবার তার কন্যা শেখ হাসিনাক হত্যার।
তিনি শনিবার সন্ধ্যায় জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন আয়াজিত আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এসময় সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফএউজ-বাংলাদশ সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। শ্রদ্ধা নিবদন করে বক্তব্য রাখেন সাহিত্য একাডমীর সভাপতি কবি জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমদ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ সভাপতি অধ্যাপক মানবর্দ্ধন পাল। স্বাগত ভাষণ প্রদান করেন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। বঙ্গবন্ধু নিবেদন করে একক আবৃত্তি করেন তিতাস আবৃত্তি সংগঠনের আবৃত্তিশিল্পী ফারদিয়া আশরাফি নাওমী ও তাহিয়া তাবাস্সুম দিহান।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.