স্টাফ রিপোর্টার: টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে নিবেদন করবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ এর নবগঠিত কমিটি ও উপদেষ্টা পরিষদ।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও সাবেক রেলপথ মন্ত্রী মো: মজিবুল হক, সহ-সভাপতি, তারুণ্যের প্রতীক, বিশিষ্ট সমাজ সেবক ও দানবীর- এ জেড এম শফিউদ্দিন শামীম।
শ্রদ্ধা নিবেদনের পর টুঙ্গিপাড়ায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক নৌবাহিনীর প্রাধান রিয়াল এডমিরাল আবু তাহের, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, এস কিউ ফাউন্ডেশন এর মহাসচিব এম তোফায়েল হোসেন প্রমুখ
পরে নেতৃবৃন্দ ধানমন্ডির ৩২ নম্বরে দোয়া ও মুনাজাত করেন।