ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার অভিনন্দন

স্টাফ রিপোর্টার

একাত্তরের পরাজিত শক্তি- স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুজি করে গত কয়েকদিন সারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে প্রাণহানীসহ বহু সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করায় ও মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা স্বপক্ষ শক্তির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার অদ্য ১ আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় আমরা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারকে অভিনন্দন জানাই।

একই সাথে জামায়াত-শিবিরসহ অন্যান্য সন্ত্রাসীদেরকে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করার অপরাধে আইনের আওতায় এনে বিচার করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এছাড়া বর্তমান কোটা সংস্কার আন্দোলনরত সকল শিক্ষার্থীদের অনুরোধ করছি সরকার যেহেতু তোমাদের দাবি-দাওয়া সম্পূর্ণ মেনে নিয়েছে সে জন্য আমরা অনুরোধ করছি আন্দোলন পরিহার করে পড়ায় মনযোগ দেয়ার জন্য।

বিবৃতকারী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন সর্ব জনাব (১) ক্যাপ্টেন শাহাব উদ্দিন বীর উত্তম, (২) অনারারী ক্যাম্পেন আদুল হক বীর বিক্রম, (৩) মেজর জেনারেল ইমামুজ্জামান বীর বিক্রম, (৪) লে. কর্নেল আব্দুর রউফ বীর বিক্রম, (৫) মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান বীর প্রতীক, (৬) লে. কর্নেল মোঃ দিদারুল আলম বীর প্রতীক (৭) ক্যাপ্টেন কাজী আঃ সাত্তার বীর প্রতীক, (৮) ডি.আই.জি (আব) কাজী জয়নাল আবেদীন বীর প্রতীক, (৯) মেজর ওয়াকার হাসান বীর প্রতীক, (১০) প্র. ডা. আব্দুল্লাহ আল মামুন বীর প্রতীক, (১১) মোঃ শাহাজাহান কবির বীর প্রতীক, (১২) গোলাম আজাদ বীর প্রতীক, (১৩) নুর উদ্দিন বীর প্রতীক, (১৪) মোঃ মমিন উল্লাহ্ পাটোয়ারী বীর প্রতীক, (১৫) সৈয়দ রেযোয়ান আলী বীর প্রতীক, (১৬) নুর উদ্দিন বীর প্রতীক, (১৭) রতন আলী শরীফ বীর প্রতীক, (১৮) মহিউদ্দিন মানিক বীর প্রতীক, (১৯) মোজাম্মেল হক বীর প্রতীক, (২০) সরদার মহসীন আলী বীর প্রতীক, (২১) আঃ হাকিম বীর প্রতীক, (২২) রফিকুল ইসলাম বীর প্রতীক, (২৩) আঃ মান্নান বীর প্রতীক, (২৪) বজলুর মাহমুদ বীর প্রতীক, (২৫) নুরুল হক বীর প্রতীক, (২৬) বাহার উদ্দিন রেজা বীর প্রতীক, (২৭) নুরুল ইসলাম বীর প্রতীক (২৮) হাবিবুর রহমান বীর প্রতীক, (২৯) মোঃ ইদ্রিস আলী বীর প্রতীক, (৩০) রফিকুল ইসলাম বীর প্রতীক, (৩১) ফজলুল হক বীর প্রতীক, (৩২) আনিসুল হক বীর প্রতীক।

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার অভিনন্দন

আপডেট সময় ০৫:০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০২৪

স্টাফ রিপোর্টার

একাত্তরের পরাজিত শক্তি- স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে পুজি করে গত কয়েকদিন সারা দেশব্যাপী সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে প্রাণহানীসহ বহু সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করায় ও মুক্তিযোদ্ধাসহ স্বাধীনতা স্বপক্ষ শক্তির দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বর্তমান সরকার অদ্য ১ আগস্ট জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় আমরা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা বর্তমান সরকারকে অভিনন্দন জানাই।

একই সাথে জামায়াত-শিবিরসহ অন্যান্য সন্ত্রাসীদেরকে সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস করার অপরাধে আইনের আওতায় এনে বিচার করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। এছাড়া বর্তমান কোটা সংস্কার আন্দোলনরত সকল শিক্ষার্থীদের অনুরোধ করছি সরকার যেহেতু তোমাদের দাবি-দাওয়া সম্পূর্ণ মেনে নিয়েছে সে জন্য আমরা অনুরোধ করছি আন্দোলন পরিহার করে পড়ায় মনযোগ দেয়ার জন্য।

বিবৃতকারী খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন সর্ব জনাব (১) ক্যাপ্টেন শাহাব উদ্দিন বীর উত্তম, (২) অনারারী ক্যাম্পেন আদুল হক বীর বিক্রম, (৩) মেজর জেনারেল ইমামুজ্জামান বীর বিক্রম, (৪) লে. কর্নেল আব্দুর রউফ বীর বিক্রম, (৫) মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমান বীর প্রতীক, (৬) লে. কর্নেল মোঃ দিদারুল আলম বীর প্রতীক (৭) ক্যাপ্টেন কাজী আঃ সাত্তার বীর প্রতীক, (৮) ডি.আই.জি (আব) কাজী জয়নাল আবেদীন বীর প্রতীক, (৯) মেজর ওয়াকার হাসান বীর প্রতীক, (১০) প্র. ডা. আব্দুল্লাহ আল মামুন বীর প্রতীক, (১১) মোঃ শাহাজাহান কবির বীর প্রতীক, (১২) গোলাম আজাদ বীর প্রতীক, (১৩) নুর উদ্দিন বীর প্রতীক, (১৪) মোঃ মমিন উল্লাহ্ পাটোয়ারী বীর প্রতীক, (১৫) সৈয়দ রেযোয়ান আলী বীর প্রতীক, (১৬) নুর উদ্দিন বীর প্রতীক, (১৭) রতন আলী শরীফ বীর প্রতীক, (১৮) মহিউদ্দিন মানিক বীর প্রতীক, (১৯) মোজাম্মেল হক বীর প্রতীক, (২০) সরদার মহসীন আলী বীর প্রতীক, (২১) আঃ হাকিম বীর প্রতীক, (২২) রফিকুল ইসলাম বীর প্রতীক, (২৩) আঃ মান্নান বীর প্রতীক, (২৪) বজলুর মাহমুদ বীর প্রতীক, (২৫) নুরুল হক বীর প্রতীক, (২৬) বাহার উদ্দিন রেজা বীর প্রতীক, (২৭) নুরুল ইসলাম বীর প্রতীক (২৮) হাবিবুর রহমান বীর প্রতীক, (২৯) মোঃ ইদ্রিস আলী বীর প্রতীক, (৩০) রফিকুল ইসলাম বীর প্রতীক, (৩১) ফজলুল হক বীর প্রতীক, (৩২) আনিসুল হক বীর প্রতীক।