
কুমিল্লা জেলা প্রতিনিঃধি: জেনারেল মেডিকেল প্র্যাকটিশনার এসোসিয়েশন (জিএমপিএ) কুমিল্লা জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১জুলাই ২০২৩ খ্রিঃ) বিকেলে কুমিল্লা নগরীর ঝাউতলায় নাভানা হসপিটাল প্রাঃ লিঃ এর তৃতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা জেলা কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম জাফর আহমেদ এর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন, আদর্শ সদর উপজেলার সভাপতি খুরসিদ সাঈদী,জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ তাসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম মজুমদার, সদর দক্ষিণ উপজেলার সভাপতি মোঃ খলিলুর রহমান চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মেজবাহ উদ্দীন মুকুল, মোঃ খোরশেদ আলম, মোঃ আজাদ হোসেন, নাহিদ পারভেজ,
মোঃ হান্নান, মোঃ আবদুল আউয়াল সরকার, আফরোজা ইয়াসমীন, কাজী আবদুল আউয়াল, মোঃ শাহজাদা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,
দেশের আপামর মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।