ঝালকাঠির কাঠালিয়ায় বরিশাল-পাথরঘাটা আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে বটতলা বাজারে কলেজ ছাত্র হৃদয় হত্যার বিচার দাবিতে স্বজন, এলাকাবাসী, সহপাঠি ও মানবধিকার কর্মীরা মানববন্ধন করেন।
আজ ২২ ফেব্রæয়ারী বুধবার সকাল ১০টায় উপজেলার বটতলা বাজার সংলগ্ন আঞ্চলিক মহা সড়ক অবরোধ করে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হৃদয়ের পিতা-মাতা, আত্মীয় স্বজন, সহপাঠি, এলাকাবাসী ও বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের কেন্দ্রীয় কর্মকর্তারা।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে দ্রæত সময়ের মধ্যে হৃদয় হত্যা বিচার দাবি করেন মা ফজিলাতুন্নেছা ও পিতা আব্দুল কুদ্দুসসহ অংশগ্রহণকারীরা। বক্তাদের অভিযোগ, পুলিশ দীর্ঘ সময় অতিক্রম করলেও আসামী সনাক্ত কিংবা গ্রেফতার করতে সক্ষম হয়নি। আমরা ন্যয় বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা করছি। তাই অল্প সময়ের মধ্যে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
মানববন্ধনে অংশ নেন, হৃদয়ের পিতা আব্দুল কুদ্দুস, মা ফজিলাতুন্নেছা, চাচা মোঃ এনায়েত হোসেন, বটতলা বাজার কমিটির সভাপতি মোঃ রনি সিকদার, ইউপি সদস্য মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু সিকদার, মোঃ মাহমুদুল হক স্বপন, সাবেক ইউপি সদস্য মলিনা রানী, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ হুমায়ুন কবির, শ্রমিক নেতা মোঃ কবির মিয়া, বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান, পরিচালক, মোঃ মোতালেব খান, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল কাইয়ুম হোসেন প্রমূখ।
উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর ২০২২ তারিখ আমুয়া কলেজ পড়–য়া একাদশ শ্রেণির ছাত্র হৃদয়কে হত্যা করে আনইলবুনিয়া গ্রামের বাড়ীর সামনে গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়। অভিযোগ পেয়ে কাঠালিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং মামলা রুজু করেন। দীর্ঘ দুই মাসেও কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি।
সংবাদ শিরোনাম
ঝালকাঠিতে কলেজ ছাত্র হৃদয় হত্যার বিচার দাবিতে মানববন্ধন
- ঝালকাঠি প্রতিনিধিঃ
- আপডেট সময় ১২:০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- ২৩২ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ