
মোঃ সোহেল, টেকনাফ প্রতিনিধি: কক্সবাজার টেকনাফ হ্নীলা নাইক্ষ্যংখালী এলাকার মোঃ ইউনুসের ছেলে মৌলভী বাজার ইসলামিক আজিয়া ফয়জুল উলুম হিফজ খানার ছাত্র খায়রুল আমিন(১২)কে অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ।
জানাযায়, গত শুক্রবার ১৬/০৬/২০২৩ইং তারিখ সকাল অনুমানিক ১০.০০ ঘটিকার সময় হ্নীলা বাজার হইতে রঙ্গিখালী বন্ধু ফরহাদের বাসায় যাওয়ার জন্য হ্নীলা বাজার থেকে জনৈক আলমের টমটম গাড়ীতে উঠে। পানখালী যাওয়ার পথে ভিকটিম খায়রুল আমিনের বন্ধু ফরহাদ (১২) এর সাথে দেখা হয়। ফরহাদ ভিকটিমকে তার বাসায় যাওযার জন্য বলে এবং কিছুক্ষণ পরে হ্নীলা বাজার হতে আসার কথা বলে।
ভিকটিম খায়রুল আমিনকে নিয়ে টমটমের ড্রাইভার আলম পানখালী যাওয়ার পথে কৌশলে তার অপর সহযোগীকে গাড়িতে তোলে। পূর্ব পরিকল্পনা মোতাবেক ভিকটিম খায়রুল আমিনকে টমটম গাড়ি নিয়ে রঙ্গিখালী পাহাড়ের ঢালায় নিয়ে যায়। সেখানে ভিকটিম খায়রুল আমিনের হাত বেঁধে ভয়ভীতি দেখাতে থাকে। কিছুক্ষণ পর টমটম ড্রাইভার আলম তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসে। একই তারিখ রাত্রি অনুমান ১০.০০ ঘটিকার সময় ভিকটিম খায়রুল আমিনকে পাহাড়ের উপরে তুলে অবস্থান করতে থাকে এবং রাত্রি অনুমান ০১.০০ ঘটিকার সময় ভিকটিম খায়রুল আমিনকে নিয়ে একজন অপহরনকারীর বাড়িতে চলে আসে। ভিকটিম ভিকটিম খায়রুল আমিনকে অপহরনকারী সদস্য তার বাড়িতে নিয়ে আসলে ধৃত আজিজা খাতুন ভিকটিম এবং তার স্বামীকে খাবার খেতে দেয় এবং তার বাড়িতে রাতে আটক রাখে। ১৭/০৬/২০২৩ ইং তারিখ ভোরে ফজরের আযানের সময় টম টম ড্রাইভার আলমের গাড়িতে করে অপহরনকারীরা ভিকটিমকে পাহাড়ের পাদদেশে নিয়ে পুনরায় পাহাড়ের উপরে উঠে অবস্থান করতে থাকে এবং রাত্রি অনুমান ১০.০০ ঘটিকার সময় অপহরনকারীরা ভিকটিমকে সামনে রেখে তার মায়ের মোবাইলে ফোন করে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মুক্তিপণ দাবী করে। এ সময় অপহরণকারীরা ভিকটিমকে গাছের ডাল দিয়ে মারধর করে ভিকটিমের মাকে কান্না শোনায়।
ভিকটিমের মামা থানায় নিখোঁজ ডায়রী করার পর বিষয়টি অত্যান্ত গুরুত্ব সহকারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম নেন বলে জানিয়েছেন ভিকটিমের পরিবার।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম জানান, অপহরণকারীদের অবস্থান জেনে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় দফায় দফায় পাহাড়ের উপর বিভিন্ন ঘর-বাড়ি তল্লাশী করা হয়। অপহরণকারীরা অত্যন্ত সুচতুর হওয়ায় বার বার অবস্থান পরিবর্তন করতে থাকে। পুলিশ সুপার, কক্সবাজার মাহফুজুল ইসলাম, পিপিএম (বার) দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, উখিয়া সার্কেল রাসেল, পিপিএম সার্বক্ষনিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ টেকনাফ থানার নেতৃত্বে পুলিশ পরিদর্শক (অপস) সহ অফিসার ফোর্সের একটি চৌকস অভিযানিক দল সার্বক্ষনিক উদ্ধার অভিযান অব্যাহত রাখে।
অভিযান পরিচালনার এক পর্যায়ে ইং ২০/০৬/২০২৩ তারিখ সন্ধ্যায় টমটম ড্রাইভার আলমকে আটক পূর্বক ভিকটিম উদ্ধারের জন্য পাহাড়ের উপর অভিযান চলমান রাখার একপর্যায়ে ২১/০৬/২০২৩ তারিখ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার সময় পাহাড়ের উপর ভিকটিম সহ অপহরণকারীদের সন্ধান পেয়ে তাড়া করলে অপহরণকারীরা ভিকটিম খায়রুল আমিনকে রেখে পালিয়ে যায়। থানা পুলিশ অদ্য সকাল ০৫.৩০ ঘটিকার সময় ভিকটিম খায়রুল আমিনকে উদ্ধার করতে সক্ষম হয়। ঘটনায় জড়িত অপহরণকারীদের গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা অব্যাহত রেখে ভিকটিমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ঘটনা সংক্রান্ত নুর মোহাম্মদের ছেলে মোঃ আলম(২৭), মৃত ইজ্জত আলীর ছেলে আহম্মদ হোসেন(৫২), আহম্মদ হোসেনের ছেলে মোঃ পারভেজ(২০), সাইফুল ইসলামের স্ত্রী আজিজা খাতুন(২১), সর্বসাং- মরিচ্যাঘোনা বড়বিল, ইউনিয়ন_ হৃীলা, থানা- টেকনাফদেরকে আটক করেছে পুলিশ। অন্যান্য অপহরনকারীদের গ্রেফতারে পুলিশী অভিযান চলমান রয়েছে বলেও জানান টেকনাফ মডেল থানার ওসি ।