বিনোদন ডেস্কঃ
ডিজিটাল কনসার্টের মঞ্চে সোশ্যাল মিডিয়ার আলোচিত-সমালোচিত মুখ রাণু মণ্ডল। গাইলেন বিখ্যাত গান ‘সাগর কিনারে’। গিটার হাতে তাকে সঙ্গত দিচ্ছেন বিখ্যাত সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচি। সমাজকর্মী অতীন্দ্রর পোস্ট করা সেই ভিডিও মাত্র কয়েকঘণ্টার মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে রাণুকে দেখা গিয়েছে লাল পার সাদা সিল্কের শাড়িতে। দর্শকদের তিনি অনুষ্ঠান দেখার আহ্বানও জানিয়েছেন সেখানে।
সোশ্যাল মিডিয়ার সৌজন্যে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন। কয়েক ঘণ্টায় পৌঁছেছিলেন খ্যাতির শীর্ষে। সমস্ত ফোকাস ছিল তাঁরই দিকে…রকেটের গতিতে উত্থান হয়েছিল রানাঘাটের রাণু মণ্ডলের। কিন্তু তারপরই ছন্দপতন! হারিয়ে যান রাণু! রানাঘাট স্টেশন থেকে যার উত্থান হয়েছিল, সেই স্টেশনেই ফিরে যেতে হয় রাণুকে ৷
কিন্তু আবারও ধীরে ধীরে লাইমলাইটে ফিরছেন। এবারে ডিজিটাল কনসার্টের মঞ্চে রাণু মণ্ডলের সঙ্গে গাইবেন শিল্পী রূপঙ্কর বাগচী। ২ জানুয়ারি সেই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। বৃহস্পতিবার নরেন্দ্রপুরের গানঘর স্টুডিওতে কনসার্টের শুটিং ছিল। যে সমাজকর্মী যুবকের জন্য তিনি স্টার হয়েছিলেন রাতারাতি, সেই অতীন্দ্র চক্রবর্তীই জানিয়েছেন, ‘ডিজিটাল কনসার্টের রেকর্ডিংয়ে মূলত আশা জী, লতা জীর গানই গেয়েছেন রাণু দি। খুব তাড়াতাড়ি অনুষ্ঠানটি দেখা যাবে। দর্শকরা টিকিট কেটে সেই অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।’