
মোঃ ইলিয়াছ আহমদ, বিশেষ প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং জনগণের স্বার্থরক্ষার আন্দোলনে সামনে থেকে বলিষ্ঠ নেতৃত্ব দিবেন।
তিনি বলেন, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ড. মোশাররফের ২৮টি রেডিও থেরাপির মধ্যে ১২ দেওয়া হয়েছে। আগষ্ট মাসেই রেডিও থেরাপি দেওয়া শেষ হবে। আল্লাহর রহমতে উনার স্বাস্থ্য অনেক ভালো। দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আমি আমার বাবা ড.খন্দকার মোশাররফ হোসেনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
ড.খন্দকার মারুফ শনিবার রাতে সিংগাপুর থেকে ঢাকায় বিমানবন্দরে অবতরণ করার পর সমবেত কুমিল্লা জেলার দাউদকান্দি,তিতাস,হোমনা ও মেঘনা উপজেলা বিএনপির স্বতঃস্ফূর্ত বিপুলসংখ্যক নেতা-কর্মীর উদ্দেশ্যে বক্তৃতাকালে এইসব কথা বলেন।
প্রায় দেড় মাস পরে ঢাকায় ফিরলে বিমানবন্দরে ড.খন্দকার মারুফকে উচ্ছ্বসিত নেতা-কর্মীরা রাজসিক সংবর্ধনা দিয়েছেন। নেতা-কর্মীরা এই সময় তাকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা জানান। বিমানবন্দরে আপেক্ষমান নেতা-কর্মীগণ সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রিয় নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার খোঁজ নিতে কনিষ্ঠ পুত্র ড. খন্দকার মারুফ হোসেনকে ঘিরে প্রচন্ড ভীড় করেন। এই সময় তিনি উপস্থিত নেতা-কর্মীদের আশ্বস্ত করেন, সিঙ্গাপুরে ড. মোশাররফ ভালো আছেন। তিনি খুব দ্রুতই সুস্থতার দিকে এগুচ্ছেন। ইনশাআল্লাহ শিগগিরই তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন
উল্লেখ্য,ড.খন্দকার মারুফ হোসেন গত দেড়মাস যাবত সিঙ্গাপুরে চিকিৎসাধীন ড.খন্দকার মোশাররফ হোসেনের সাথে সিঙ্গাপুর অবস্থান করছিলেন।