সেন্টু রঞ্জন চক্রবর্তী
আমার সাম্রাজ্যে তুমি রাজরানী বটে
যতটুকু চোখে দেখো তারও অধিক,
গ্রহ তারা রবি শশী দূরে ও নিকটে
আমার এ সাম্রাজ্যের তুমিই মালিক।
হতে পারে ক্ষুদ্র অতি তোমার নিকটে
তোমায় দিয়েছি সবি করেছি উজাড়,
রাজটিকা দিয়েছিনু তোমার ললাটে
আমার অন্তর থেকে শুধু উপহার।
কষ্টি পাথরে আমি করিনাই যাচাই
রাজমুকুট তুচ্ছ ভেবে নিয়েছি তুলে,
তোমার অধিক কিছু আমি খুঁজি নাই
দুই নদী মিশে গেছে মোহনার জলে।
সমুদ্রের বুকে মিশে পাবো অনির্বাণ
তুমি রানী আমি রাজা হবো মহীয়ান।
আগরতলা ০২/১১/২৩