সেন্টু রঞ্জন চক্রবর্তী
তেল মালিশের দিন পড়েছে
তেল মালিশের দিন,
তেল মালিশেই সব সারা হয়
তেলের বাটি কিন (কেনা )।
মাথায় মাখো নাভিতে মাখো
মাখো সারা গায়,
তেলতেলেতেই সব রয়েছে
বেশি মাখো পায়।
সুযোগ পেলে পায়ের তলায়
একটু মেখো হেসে,
দেখতে পাবে কর্তা মশাই
খিলখিলিয়ে হাসে।
তেলের কিন্তু কায়দা আছে
সময় মতো দিলে,
দেখতে পাবে পাহাড় বেয়ে
নৌকা যাচ্ছে চলে।
জলে আবার আটকে নৌকা
কায়দা ছাড়া দিলে,
এক তেলের বহু কাজ
সব করে আজ তেলে।
(আগরতলা ০৭/০৩/২৩)