তৌহিদুল ইসলাম কনক
লাল পতাকার দেশ থেকে,
কবি নজরুলের দেশ থেকে
বঙ্গবন্ধুর দেশ থেকে
আজ লাল সবুজের পাসপোর্ট নিয়ে সবুজ ঘাস পেড়িয়ে
যখন কাটাতার পার হয়ে
ইমিগ্রেশন টেবিলের অফিসারের সিল পরলো আমার লাল সবুজের পাসপোর্ট আনন্দে হেসে উঠলো।
আমি
নেতাজি সুভাষচন্দ্র বোসের দেশে চলছি
আমি
মহাত্মা গান্ধীর এদেশে চলছি
আমি
ইন্দিরা গান্ধীর দেশে চলছি
আমি এক ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধশালী দেশে চলছি
আমি মুখ্যমন্ত্রী
মমতা বন্দোপাধ্যায়ের দেশে চলছি
একশত কোটি মানুষের দেশ প্রেম ভালোবাসার দেশে চলছি।
ইতিহাস পড়ে পড়ে
নাম শুনেছি আগ্রার তাজমহল
বিহার উড়িষ্যার নাম শুনেছি
নবাব সিরাজউদ্দৌলার নাম শুনেছি
রূপকথার মত নবাবের নবী জীবনের গল্প শুনেছি
সেই ভারত যে দেশ আমাদের
মুক্তিযুদ্ধের সময় লক্ষ লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছিল
দিয়েছিল আমাদের প্রতি ভালোবাসা
মানবিক চেতনায় হাত বাড়িয়ে দিয়েছিল এই আমার বাংলাদেশে।
সেই বাংলাদেশ থেকে যখন ভারতের মাটিতে,
হাঁটিতে হাঁটিতে যখন দেখি এখানে সবুজের ঘাসের ডগায় শিশির বিন্দু, এখানে দোয়েল পাখি, এখানে শাপলা ফুল, এখানে নদ-নদী খাল-বিল
এখানে মাঠের সাথে ফসলেরা
বাতাসে দুলে দুলে যায়।
তখন মনে হয় আমাদের মমতায় ভালোবাসায় মাখা
হৃদয়ের বন্ধনের দুই বাংলা।