স্টাফ রিপোর্টারঃ
দাউদকান্দিতে
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্ট্যান্ড সংলগ্ন (হোমনা মুখী) গ্যাস লাইন লিক হয়ে অাগুন লেগে যায়।
বুধবার ২৩ ডিসেম্বর ২০২০, সকালে বাখড়া বাদ গ্যাস লাইন লিক থেকে আগুন বের হতে দেখেন।
স্থানীয়রা পানি ও বালি ছিটিয়ে অাগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।