
খাগড়াছড়ি প্রতিনিধি
শুক্রবার ২৭ অক্টোবর বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গসংগঠন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দীঘিনালা উপজেলা কমিটি’র ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বঙ্গবন্ধু স্মৃতি ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন, প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা, কলেজ পড়ুয়া ২ জন হতদরিদ্র শিক্ষার্থী ২ সেট বই বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মোঃ এরশাদ, সভাপতি, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দীঘিনালা উপজেলা কমিটি’র সভাপতিত্বে এবং মোঃ কামরুজ্জামান, সাধারণ সম্পাদক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, দীঘিনালা উপজেলা কমিটি’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলার নির্বাহী অফিসার ও দীঘিনালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের প্রশাসক মুহাম্মদ আরাফাতুল আলম।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুল হাসনাত খান, অফিসার ইনচার্জ দীঘিনালা থানার প্রতিনিধি এসআই মোঃ নূর উদ্দিন (রানা), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সেলিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও প্রজন্মবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ