ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ‘৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প’ Logo দূষণ বিরোধী অভিযানে ২০ লক্ষ টাকা জরিমানা, ৩ ইটভাটা বন্ধ, ২হাজার কেজি পলিথিন জব্দ Logo পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অনুপ কুমার চাকমা Logo ৫ আগষ্টের পর বোরহানউদ্দিনে আওয়ামীলীগের একটি বাড়ীতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেনি – সাবেক সংসদ হাফিজ ইব্রাহিম Logo কচুয়ায় ছাত্রলীগ নেতা সুজনের মৃত্যু নিয়ে ধুম্রজাল Logo বরুড়ায় প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহার ও পাটজাত পণ্য বিপনন বিষয়ক কর্মশালা Logo পার্বত্য এলাকার বহুমুখী পণ্যের দেশব্যাপী প্রসারে সম্মিলিত উদ্যোগ নিতে হবে Logo ভালুকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত Logo আড়াইহাজারে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তারের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরন Logo পিরোজপুরে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়লো ঘরসহ গবাদিপশু

দুখের দেশ

  • গৌতম মণ্ডল
  • আপডেট সময় ০৪:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

কোন্ দেশেতে বোমা ফেটে

শিশুর দেহে রক্ত ঝরে ?
মৃত শিশুর কঙ্কালেতে
রাজ-নীতিবাজ নৃত্য করে !
কোথায় গেলো ? বুদ্ধিজীবী ?
আজকে কেন বদ্ধঘরে ?
স্বজন হারার মর্ম ব্যথা
গুমরে কাঁদে হাহাকারে ৷
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে কান্না-কাটি
গ্রাম – গঞ্জে চাষির ঘরে ৷
বিষ খেয়ে কৃষক মরে
ক্ষুধার জ্বালায় ঋণের ভারে
সারের দামটা বাড়ছে কেন ?
কেউ যদি আজ প্রশ্ন করে
চাবুক মেরে ঢোকাও তাকে
জেল – গারদের লোহার ঘরে !
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে নারীর মান
লুটায় ভূমে ধূলার’ পরে
ডুকরে কাঁদে ইজ্জৎ আজ
দুঃশাসনের জলসাঘরে !
কোথায় মায়ের লজ্জা আঁচল
বিকোয় সস্তা জলের দরে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে লক্ষ বেকার
নৈরাশ্যের অন্ধকারে ৷
মাথা কুটে বারে – বারে
প্রতিশ্রুতির শ্বেত পাথরে !
এত দারিদ্রতায় তবু
স্বপ্ন আঁকে দু’চোখ ভ’রে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷
…………………………………
তাং – ২৯/০৪/২০২৩
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প’

SBN

SBN

দুখের দেশ

আপডেট সময় ০৪:১৮:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩

কোন্ দেশেতে বোমা ফেটে

শিশুর দেহে রক্ত ঝরে ?
মৃত শিশুর কঙ্কালেতে
রাজ-নীতিবাজ নৃত্য করে !
কোথায় গেলো ? বুদ্ধিজীবী ?
আজকে কেন বদ্ধঘরে ?
স্বজন হারার মর্ম ব্যথা
গুমরে কাঁদে হাহাকারে ৷
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে কান্না-কাটি
গ্রাম – গঞ্জে চাষির ঘরে ৷
বিষ খেয়ে কৃষক মরে
ক্ষুধার জ্বালায় ঋণের ভারে
সারের দামটা বাড়ছে কেন ?
কেউ যদি আজ প্রশ্ন করে
চাবুক মেরে ঢোকাও তাকে
জেল – গারদের লোহার ঘরে !
এই আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে নারীর মান
লুটায় ভূমে ধূলার’ পরে
ডুকরে কাঁদে ইজ্জৎ আজ
দুঃশাসনের জলসাঘরে !
কোথায় মায়ের লজ্জা আঁচল
বিকোয় সস্তা জলের দরে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷

কোন্ দেশেতে লক্ষ বেকার
নৈরাশ্যের অন্ধকারে ৷
মাথা কুটে বারে – বারে
প্রতিশ্রুতির শ্বেত পাথরে !
এত দারিদ্রতায় তবু
স্বপ্ন আঁকে দু’চোখ ভ’রে
সে আমাদের বাংলাদেশ —
আমাদেরই বাংলারে ৷
…………………………………
তাং – ২৯/০৪/২০২৩
দাসপুর, ঘাটাল, পশ্চিম মেদিনীপুর ৷