
মো: সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বার উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের আজীবন বিনামূল্যে সকল প্রকার চিকিৎসা সেবা দিবে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ । এ লক্ষে সাড়ে ৬শত বীর মুক্তিযোদ্ধার মাঝে স্থায়ী স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করেছে সংগঠনটি। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার বাকসার গ্রামে ফেরদৌস খন্দকার কারিগরি স্কুল অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ওই স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ করা হয়।
উপজেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলামের পরিচালনায় এবং বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান আওয়ালের সভাপতিত্বে ওই স্বাস্থ্য সেবা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সভাপতি ডা. ফেরদৌস খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ’র সাধরণ সম্পাদক আল আমিন বাবু, গুনাইঘর উত্তর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছালাম নান্নু, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর কবির।
প্রধান অতিথির বক্তব্যে ডা. ফেরদৌস খন্দকার বলেন এই স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্পুর্ন বিনা খরচে আজীবন সকল প্রকার চিকিৎসা সেবা দেয়া হবে। মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২৮ ঘন্টা হেল্পলাইন ও ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের স্বাস্থ্য ও মানবকল্যান বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা শ্রমীক লীগের সভাপতি শাহিনুর লিপি,শামিমা আক্তার রিমা প্রমুখ।