
মো: সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: কুমিল্লার দেবিদ্বার রাস্তার পানি নিষ্কাশনের বিরোধের জের ধরে ছুরিকাঘাত ২জন আহত হওয়ার অভিযাগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বিকালে উপজেলার মোহনপুর সরকার বাড়িতে। এই ঘটনায় গুরুতর আহত নিরব (১৬) ও আহত জাহানারা বগম (৫৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়।
থানায় অভিযোগ সূত্রে জানা যায়, মোহনপুর সরকার বাড়ী জামে মসজিদ যাতায়াতের রাস্তায় আব্দুস সালাম সরকারে ঘর থেকে পয়ঃনিষ্কাশনের পানি পড়ে রাস্তা কর্দমাক্ত ও নোংরা হয়ে থাকে। মুসল্লিদের ময়লা পানির উপর দিয়ে যাতায়াত করতে হয় বিধায় গত কয়েক মাস ধরে পানির লাইন রাস্তার উপর থেকে সরিয়ে নেওয়ার জন্য আব্দুস সালাম সরকারকে এলাকাবাসী অনুরোধ করলেও সে রক্ষা করেনি। ফল বাড়ির লোকজন নিজেদের উদ্দ্যেগে পাইপ কিনে মাটির নিচ দিয়ে লাইন বসিয়ে নিচু জমির দিকে লাইন ঘুরিয়ে দিয়ে সমস্যাটির সমাধান করতে গেলে আব্দুস সালাম সরকার ঘর থেকে ছুড়ি নিয়ে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে নিরব (১৬) ও জাহানারা বেগম (৫৫) কে গুরুতর আহত করে। এসময় তাদের আর্তচিৎকার আস পাশের লোকজন ঘটনাস্থল থেকে উদ্ধার করে দেবিদ্বার সরকারি হাসপাতালে ভর্তি করান। এই ঘটনায় অভিযুক্ত আব্দুস সালাম সরকার এলাকা ছেড়ে পালিয়ে যায়।
আহত জাহানারা বেগম এর স্বামী মো: আবদুল কাইয়ুম বাদী হয় রোববার রাতে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার সঠিক তদন্ত পূর্বক আসামীদেরকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের দৃষ্ঠি কামনা করেন।
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, মোহনপুর গ্রামের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরিকাঘাতে ২জন আহত হওয়ার ঘটনায় লিখিত অভিযাগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।