(আগরতলা ০১/০১/২০২০)
দেশটা এখন
নেশা মুক্ত
বুঝলে বোকা হরি ?
করজোড়ে
দাঁড়িয়ে কহে
কর্তা
বুঝতে নাহি পারি |
আমি হলাম
আপনার কথায়
হর্দমর্দ বোকা,
আমার মাথায়
নাইকো ঘিলু
সব খেয়েছে পোকা |
মদ গাঁজা
ফেনসি টেনসি
কিংবা বলুন সরস,
এসব ছোঁয়া
কিংবা ধরার
হয়না আমার সাহস |
হুজুর
যতই বলেন
নেশার কিন্তু
এখন বাজার গরম,
মদ গাঁজার
ব্যবসা কিন্তু
আগের চাইতে চরম |
কর্তা
শুধুই
গাঁজার কলকি
হাত বদলেছে
এতটুকুই জানি,
নেশামুক্ত
কোথায় হলো
মিথ্যে গুজব
খবর টানাটানি |
বরং
আগের চাইতে
অনেক বেশি
বেড়ে গেছে নেশা,
কর্তা
আমি দেখি
এইটা আজকে
বড় লোকের পেশা |