ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাল টাকা ছড়ানোর অভিযোগে জুরু মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৬ মার্চ) বিকেলে উপজেলা সদরের চালের আড়ৎ থেকে তাকে আটক করা হয়। জুরু মিয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের বেল্লা গ্রামের নুরু মিয়ার ছেলে।
নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক জানান, পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে প্রশাসনিক নজরদারি জোরদার করা হয়েছে। জুরু মিয়া নামের এই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ইচ্ছাকৃতভাবে জাল নোট বহন ও বিনিময়ে করে প্রতারণা করে আসছিল।
তিনি জানান, বিকেলে একটি চালের আড়তে জাল ৪টি এক হাজার টাকার নোট নিয়ে চাল কিনতে যায়। এসময় তাকে দোকানদাররা আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাকে আটকের পর আমি ঘটনাস্থলে যাই। আমাদের দেখে মুখে ঢুকিয়ে সে জাল টাকা খেয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সে খেতে পারেনি। এই ঘটনায় জুরু মিয়াকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।