নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
বিএনপি’র জ্বালাও পোড়াও হরতাল ও অবরোধের প্রতিবাদে নাঙ্গলকোটে আওয়ামী লীগের দুই গ্রুপের দুই জায়গায় পাল্টাপল্টি শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা আওয়ামী লীগ কমিটির সভাপতি অধ্যক্ষ আবু ইউসুফের সভাপতিত্বে শান্তি মিছিল ওসমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি আবুল খায়ের আবু, অধ্যক্ষ নূরুল্লাহ মজুমদার, মফিজুর রহমান হক মজিব, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাছান বাছির, সাংগঠনিক সম্পাদকসাইফুদ্দিন আলমগীর, হুমায়ুন সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ নেতৃবৃন্দ।
অন্য দিকে সদ্য ঘোষিত আহবায়ক কমিটির ব্যানারে উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন কালু’র নেতৃত্বে আরেকটি সমবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন নবগঠিত আওয়ামীলীগ কমিটির সন্মানিত সদস্য সচিব জনাব অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং নাঙ্গলকোট উপজেলা নবগঠিত আওয়ামীলীগ কমিটির যুগ্ম আহবায়ক এম এ করিম মজুমদার, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান ও নাঙ্গলকোট উপজেলা নবগঠিত আওয়ামীলীগ কমিটির যুগ্ম আহবায়ক জনাব আবু ইউসুফ ভূঁইয়া, যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মিন্টু, নাঙ্গলকোট উপজেলা আওয়ামী যুবলীগ আহবায়ক ও পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ। সমাবেশে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ অধ্যক্ষ আবু ইউসুফকে সভাপতি ও আবু বকর ছিদ্দিক আবুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।
অপরদিকে ২ নবেম্বর তারিখে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব সাক্ষরিত রফিকুল হোসেনকে আহবায়ক ও অধ্যক্ষ সাদেক হোসেন ভূইয়া সহ ছয়জনকে যুগ্ম-আহবায়ক করে ১০১ সদস্যের নতুন একটি আহবায়ক কমিটির তালিকা ৫ নভেম্বর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূইয়ার ফেসবুক আইডিতে থেকে প্রকাশ করা হয়। তালিকায় উল্লেখ আছে বিগত ১১ ডিসেম্বর ২০২২ ও ২৬ মার্চ ২০২৩ এর উভয় কমিটি এবং তাদের গঠিত ইউনিয়ন কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।