কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার লেখক-সাহিত্যিকদের প্রিয় সংগঠন নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে তিন মাসের জন্য ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ২৯ এপ্রিল শনিবার নাঙ্গলকোট প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য কবি আজিম উল্যাহ হানিফের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানবাধিকার নেতা মো: তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন সাবেক সভাপতি কবিও শিক্ষক মো: তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক কেফায়েত উল্লাহ মিয়াজী, ভার্চুয়ালে বক্তব্য রাখেন মুকুল মজুমদার। সর্বস্মতিক্রমে এতে আহবায়ক করা হয় ময়ূরা হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কবি মো: তাজুল ইসলামকে, সদস্য সচিব করা হয় কবি আফজাল হোসাইন মিয়াজীকে। যুগ্ম আহবায়ক হলেন, মাস্টার শাহ আলম কালাম, কবি এইচ এম আজিজুল হক, কবি আজিম উল্যাহ হানিফ। সদস্য করা হয়েছে- আবদুর রহিম বাবলু, একেএম মারুফ হোসেন, সাজ্জাদ হোসেন রাহাত, বাপ্পি মজুমদার ইউনুস। উপদেষ্টা হয়েছেন কবি ফারুক শাহরিয়া, কলামিষ্ট অধ্যক্ষ ইয়াছিন মজুমদার, কবি এস এম আবুল বাশার, লেখক শফিকুর রহমান রেজা, কবি মোহাম্মদ সোহরাব হোসেন প্রমুখ। উল্লেখ্য-সংগঠনটি ২০০৯ সালের ২০ নভেম্বর নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মসজিদ থেকে শুরু হয়। সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য ১৩ জন ( ফারুক শাহরিয়া, ইয়াছিন মজুমদার, এস এম আবুল বাশার, সফিকুর রহমান রেজা, মাইন উদ্দিন মানিক, রাশেদুল ইসলাম রাসেল, আশিক উল্লাহ সুমন, এডভোকেট আনোয়ার হোসেন, অশ্রæ শাহ আলম, ইসমাইল হোসেন রতন, ফারুক আল শারাহ, মুকুল মজুমদার, আজিম উল্যাহ হানিফ)। আসন্ন ঈদুল আযহার তৃতীয় দিন নাঙ্গলকোটের একটি মিলনায়তনে সংগঠনটির ২০২৩-২৫ সেশনের পূর্নাঙ্গ কমিটি গঠন করার সম্ভাবনা রয়েছে।
সংবাদ শিরোনাম
নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন
- লাঙ্গলকোট প্রতিনিধি:
- আপডেট সময় ১০:০০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩
- ১৫৮ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ