আজিজ উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
কোস্ট ফাউন্ডেশন পরিচালিত পিকেএসএফ এর অর্থায়নে Sustainable Enterprise Project (SEP) এর পরিবেশ ক্লাবের উদ্যোগে বিশ্ব মৎস্য দিবস ২০২২ উদযাপিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় কক্সবাজার নাজিরারটেক মৎস্য ব্যবসায়ী বহুমুখি সমবায় সমিতি লিমিটেডের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বিশ্ব ব্যাপী মৎস্য খাতের টেকসই মজুদ বৃদ্ধি করণের লক্ষে এ দিবসটি পালিত হয়।
কোস্ট ফাউন্ডেশনের SEP প্রজেক্ট ম্যানেজার তানজিরা খাতুনের সভাপতিত্বে বাংলাদেশের সর্ববৃহৎ শুটকি পল্লী কক্সবাজারের নাজিরারটেকে বিশ্ব মৎস্য দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তানজিরা খাতুন এসময় বলেন, মাছ শিকারের ক্ষেত্রে আমাদের সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে মাছের প্রজনন বৃদ্ধির লক্ষে ছোট এবং মা মাছ নিধন থেকে বিরত থাকতে হবে। পরিবেশের ভারস্যাম্য রক্ষার্থে আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। আমাদের নদী, খাল, সাগর দূষণমুক্ত রাখার আহবান জানান তিনি।
কোস্ট ফাউন্ডেশনের পরিবেশ কর্মকর্তা মোহাম্মদ ফয়সালের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাজিরারটেক মৎস্য ব্যবসায়ি বহুমুখি সমবায় সমিতি লিমিটেড এর সাধারণ সম্পাদক আতিক উল্লাহ, কোস্ট ফাউন্ডেশন এর RMTP প্রজেক্ট ম্যানেজার শাহজাদা হাসিবুল ইসলাম, নাজিরাটেক বহুমুখি সমবায় সমিতির কোষাধ্যক্ষ কাইসার হামিদ, পেইস কাকড়া প্রজেক্টের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর আবু নাঈম।
এই সময় উপস্থিত ছিলেন, মৎস্য বব্যবসায়ি মোঃ, তরুণ উদ্যোক্তা আজিজ উদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের মার্কেট প্রমোশন অফিসার এহসানুল আমিন চৌধুরী, টেকনিক্যাল অফিসার বাবুল হোসেন, রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন অফিসার আজমল হুদা ছিদ্দিকীসহ নাজিরারটেকের শুটকি ব্যবসায়ী, উদ্যোক্তা ও শুটকি কাজে নিয়োজিত শ্রমিকগণ এবং অন্যান্য ব্যক্তিবর্গ।