রূপগঞ্জে নান্নু স্পিনিং মিলে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট। মঙ্গলবার দুপুর ০১ টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার ডহরগাঁও এলাকায় অবস্থিত নান্নু স্পিনিং মিলে আগুন লেগেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক ফখরুদ্দিন জানান, আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। আমরাও পথে আছি। আগুন নিয়ন্ত্রণে এলে জানা যাবে সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ। তবে নাম না বলার সর্তে জানা যায় ভিতরে কয়েকজন লোক মারা গেছে। এ বিষয়ে সাংবাদিক পরিচয় পেয়ে মিলের মধ্যে ঢুকতে দেয়নি দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ডেরা।
অন্যদিকে আড়াই হাজারের এসপি কেমিক্যালে একই সময় আগুন লাগে। এখানে ০৯ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখানে এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। এসপি কেমিক্যালে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।