মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের নিকলী উপজেলার নিকলী সদর ষাইটধার, গুরুই, সাজনপুর, কারপাশা সহরমুল, নানশ্রী, দামপাড়া জীনবাড়ি সহ বিভিন্ন গ্রামীন মেলাতে অসামাজিক যাত্রার রমরমা জুয়ার আসর বসে আসছে বলে অভিযোগ উঠেছে। গত শুক্রবার ও শনিবার খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগঞ্জের নিকলী সদর ইউনিয়ন সহ ৩-৪টি ইউনিয়নে গ্রাম্য মেলার মধ্যে জুয়ার আসর, গাঁজা সহ দেশীয় চুলাই মদ, মেলাতে বিভিন্ন ধরনের নাচ হওয়ায় যুব সমাজ ধংস হয়ে পড়ছে। এ ছাড়া সিংপুর ইউনিয়নের জেলা বৃহত্তর মেলা হিসেবে ৩ দিন ব্যাপী হয়ে আসছে যুগ যুগ ধরে। এই মেলাটিকে কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহলের চক্র সৌন্দর্য নষ্ট করার জন্য জুয়ার আসর দিয়ে যেমন এলাকায় চুরি, ডাকাতি বাড়ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এই বিষয়ে সিংপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলীর কাছে জানতে চাইলে তিনি এই বিষয়ে বলেন, তিনি কিছু জানেন না। মেলা কমিটির ইজারাদার এসব বিষয়ে বলতে পারবে। নিকলী থানার ওসি মনসুর আলী আরিফ বলেন, শুনেছি মেলার মধ্যে কোন পরিবেশ নেই বলে উল্লেখ করেন।
সংবাদ শিরোনাম
নিকলীতে মেলায় অসামাজিক যাত্রায় রমরমা নাচসহ জুয়ার আসর
- মুক্তির লড়াই ডেস্ক :
- আপডেট সময় ০১:৪৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- ২৬৭ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ