সৌরভ মাহমুদ হারুন
দেশের দ্বিতীয় বৃহত্তম শাক সবজির কাচা বাজার কুমিল্লার বুড়িচংয়ে নিমসার বাজারে এক পণ্য থেকে তিন দফায় চাঁদাবাজির অভিযোগ উঠেছে। খাজনা- টোলের নামে ব্যবসায়িদের বাধ্য করা হয় টাকা দিতে। এমন অভিযোগের পর রবিবার টাস্কফোর্সের অভিযান পরিচালনার সময় বাজারে এসে কর্মকর্তারা জানান নিমসারের সকল প্রকার খাজনা ও টোল আদায় স্থগিত করেছে প্রশাসন।
ব্যবসায়ীদের অভিযোগ, ইজারা এবং টোলের নামে প্রতিটি পণ্য থেকেই অমানবিকভাবে তিন দফায় চাঁদাবাজি করে আসছে একটি চক্র। যে কারণে খুচরা ব্যবসায়িদের পাইকারি মূল্যে বেশি দামে কিনতে হয় শাক সবজি।
অবাধে চাঁদা আদায়ের অভিযোগে রবিবার সকালে কুমিল্লা জেলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।
ব্যবসায়িদের অভিযোগ শোনার পর এবং হাইকোর্টের নির্দেশনা থাকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল খাজনার টাকা আদায় বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রশাসন।
ব্যবসায়িরা জানান, পাইকারী বাজার থেকে বেশি মূল্যে কেনা হলেই খুচরা বাজারে দাম বাড়ে শাকসবজির। খুচরা বিক্রেতাদের অভিযোগ, পাইকারী বেশি দামে কেনা হয় বলেই শাকসবজি বেশি দামে বিক্রি হয় সাধারণ মানুষের কাছে।
এসময় উপস্থিত ছিলেন জেলা টাস্কফোর্সের আহবায়ক এ ডি সি মাহফুজা মতিন, বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মারুফা আক্তার, কুমিল্লার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আসাদুল ইসলাম, জপলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইসমাইল হোসেন, খাদ্য পরিদর্শক মোঃ সোহাগ, কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব জেলা প্রতিনিধি গাজী জহিরুল ইসলাম গোল্ডেন, সেনাবাহিনী ও পুলিশ ফোর্স সহ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.