
মোঃ মাসুদ রানা, নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে রাতের আঁধারে রাজিবুল হক নামের এক আম বাগান চাষীর প্রায় ৪০০ আম্রপালি গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। শুক্রবার(২ ডিসেম্বর) রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর গ্রামে। এ ঘটনায় রাজিবুল হক শনিবার সন্ধ্যায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, রাজিবুল হক ৬ বিঘা জমিতে আম্রপালি গাছের বাগান তৈরি করেছিল। শুক্রবার রাতের আঁধারে কে বা কাহারা গাছগুলো কেটে ফেলে। এতে ভুক্তভোগী ওই চাষীর প্রায় ৮ লক্ষ টাকার ক্ষতি হয়।
বাগান মালিক রাজিবুল হক বলেন, অনেক কষ্টে বাগানটি তৈরি করেছিলাম। বাগানটি তৈরি করতে প্রায় দুই লক্ষ টাকা বিভিন্ন এনজিওতে ঋণ করতে হয়। গাছগুলো দুবৃত্তরা নষ্ট করায় আমার সব শেষ হয়ে গেল। এখন ঋণের টাকা পরিশোধ করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।
নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।