
মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি
খাগড়াছড়ি জেলার পানছড়ি থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৫ জুন) দুপুর ১২.৩০ ঘটিকায় ০৩ নং পানছড়ি ইউপির ০৮নং ওয়ার্ডস্থ মঞ্জু আদামে পানছড়ি বাজার টু খাগড়াছড়ি সদরগামী মূল সড়কে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস্ সহ ১জন গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মোঃ নাছির উদ্দিন (২৮) পানছড়ি উপজেলার ০১নং লোগাং ইউপির ০৪নং ওয়ার্ডের লোগাং বাজার গ্রামের মোঃ নুরুল হক ও মরিয়ম বিবির ছেলে।
এসময় তার কাছ থেকে ভারতীয় পন্ডস পাউডার ২০ গ্রাম (Ponds Powder DreamFlower & Sandal) – ৮৩০ পিচ; পতাঞ্জলি কেশ কান্তি (Patanjali Kesh Kanti) মিনিপ্যাক শ্যাম্পু, – ১৫০ পিচ; ক্লিনিক প্লাস (Clinic Plus) মিনিপ্যাক শ্যাম্পু, – ৩৬৫ পিচ; হলুদ, কালো ও গোলাপী রংয়ের সানসিল্ক (SunSilk) মিনিপ্যাক শ্যাম্পু, – ১৪২০ পিচ; নিমা হারবাল সাবান (Nima Herbal)–২৪ পিচ; হনিমনি সাবান (HonyMony)– ১০ পিচ; হিরোয়িন সাবান (Heroine)– ৫ পিচ; র্যাটিল (Ratil) ইদুর মারার ঔষধ এক প্যাকেট- ১২ পিচ; কমফোর্ট (Comfort) ফেবরিক কন্ডিশনার- ০৫ পিচ; এন্ডিম(Endream GM) ক্রিম – ১০ পিচ; যার সর্বমোট মূল্য অনুমান- ২,২৮,২৬০ (দুই লক্ষ আঠাশ হাজার দুইশত ষাট) টাকা সহ সবুজ রংয়ের ০১(এক) টি ব্যাটারী চালিত সচল অটোরিক্সা (টমটম) জব্দ করা হয়।