ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নিউ ইয়র্ক স্টেট সিনেটে বাংলা বর্ষবরণ: আলবেনীর উদ্দেশ্যে ছাড়ে যাবে বাস Logo বরুড়ায় ওরাই আপনজনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সুন্দরবনে ফিশিং ট্রলার গ্রউন্ডিং হয়ে আটকে পড়া সাত জেলেকে উদ্ধার Logo বিজিবি সদস্য বেলালের বাড়ীতে শোকের মাতম Logo ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ আত্মহত্যা Logo সাজেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিজিবি Logo ‘লাখো তরুণের মনের কথা আমি হাবুডুবু গানে তুলে ধরেছি: খায়রুল ওয়াসি Logo আইএসইউ অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo সংবিধানে একাত্তর-চব্বিশ এক কাতারে রাখতে বিএনপির আপত্তি Logo আদিবাসী শব্দ অন্তর্ভুক্তির চক্রান্তের বিরুদ্ধে পিসিসিপি’র নিন্দা ও প্রতিবাদ

প্যারোলে মুক্তি বহাল না থাকায় মায়ের জানাজায় অংশ নিতে পারেননি সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: প্যারোলে মুক্তির মিললেও শেষ পর্যন্ত তা বহাল না থাকার কারণে মায়ের জানাজায় অংশ নিতে পারেননি সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

রোববার (১৩ আগস্ট) বি‌কে‌লে টাঙ্গাইল জেলার গোপালপুর উপ‌জেলার গু‌লি‌পেচা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে মা‌য়ের জানাজার আগে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৃত মা‌কে শেষ দেখার জন‌্য প‌্যা‌রো‌লে মু‌ক্তি মিল‌লেও জানাজায় অংশ নিতে পারেননি বড় ভাই আব্দুস সালাম পিন্টু। তাঁকে আস‌তে দেয়‌নি, এর বিচার আল্লাহ কর‌বেন এক‌দিন। এই নির্যাতন নি‌পীড়ন কখনই ভালো পথ দেখায় না।

এর আগে শ‌নিবার রা‌তে বিএন‌পির কেন্দ্রীয় ভাইস চেয়ারম‌্যান ও সা‌বেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকুর মা মোছা. সালমা বেগম চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকার এক‌টি হাসপাতা‌লে মারা যান।

সালমা বেগ‌মের মৃত‌দেহ তাঁদের গ্রা‌মের বা‌ড়ি গোপালপু‌রের গু‌লি‌পেচা এলাকায় আনা হ‌লে দে‌শের বি‌ভিন্ন জায়গা থে‌কে হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয়রা এক নজর দেখ‌তে ভিড় ক‌রেন। জানাজার আগে যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু আব্দুস সালাম পিন্টুকে আস‌তে না দেওয়ার বিষ‌য়ে সরকার‌কে দায়ী ক‌রে ব‌লেন, যারা কর‌ছেন যা কর‌ছেন তারা থে‌মে যান অনেক ক‌রে‌ছেন। এলাকার একজন জনপ্রতি‌নি‌ধি ছি‌লেন আমার ভাই পিন্টু। সবাই তাঁকে চি‌নেন ভালো মানুষ হিসেবে। আমার ভ‌াই মা‌য়ের মরা মুখটা দেখ‌তে পার‌বেন না, এটা কি হ‌তে পারে? জানাজায় কেন্দ্রীয় বিএন‌পির নির্বাহী কমিটির সদস‍্য এস এম ওবায়দুল হক নাসির, কৃষক দলের সহসভাপতি মাইনুল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মিঞা মো. রাসেল, যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল করিম সরকার, জেলা উপ‌জেলাসহ স্থানীয় বিএন‌পি ও অঙ্গসংগঠ‌নের নেতাকর্মী‌রা উপ‌স্থিত ছি‌লেন। জানাজা শে‌ষে গু‌লি‌পেচা পারিবা‌রিক কবরস্থা‌নে সালমা বেগমের মরদেহ দাফন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউ ইয়র্ক স্টেট সিনেটে বাংলা বর্ষবরণ: আলবেনীর উদ্দেশ্যে ছাড়ে যাবে বাস

SBN

SBN

প্যারোলে মুক্তি বহাল না থাকায় মায়ের জানাজায় অংশ নিতে পারেননি সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু

আপডেট সময় ১২:২০:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

টাঙ্গাইল জেলা প্রতিনিধি: প্যারোলে মুক্তির মিললেও শেষ পর্যন্ত তা বহাল না থাকার কারণে মায়ের জানাজায় অংশ নিতে পারেননি সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু।

রোববার (১৩ আগস্ট) বি‌কে‌লে টাঙ্গাইল জেলার গোপালপুর উপ‌জেলার গু‌লি‌পেচা সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যালয় মা‌ঠে মা‌য়ের জানাজার আগে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, মৃত মা‌কে শেষ দেখার জন‌্য প‌্যা‌রো‌লে মু‌ক্তি মিল‌লেও জানাজায় অংশ নিতে পারেননি বড় ভাই আব্দুস সালাম পিন্টু। তাঁকে আস‌তে দেয়‌নি, এর বিচার আল্লাহ কর‌বেন এক‌দিন। এই নির্যাতন নি‌পীড়ন কখনই ভালো পথ দেখায় না।

এর আগে শ‌নিবার রা‌তে বিএন‌পির কেন্দ্রীয় ভাইস চেয়ারম‌্যান ও সা‌বেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকুর মা মোছা. সালমা বেগম চি‌কিৎসাধীন অবস্থায় ঢাকার এক‌টি হাসপাতা‌লে মারা যান।

সালমা বেগ‌মের মৃত‌দেহ তাঁদের গ্রা‌মের বা‌ড়ি গোপালপু‌রের গু‌লি‌পেচা এলাকায় আনা হ‌লে দে‌শের বি‌ভিন্ন জায়গা থে‌কে হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয়রা এক নজর দেখ‌তে ভিড় ক‌রেন। জানাজার আগে যুবদল সভাপ‌তি সুলতান সালাউদ্দিন টুকু আব্দুস সালাম পিন্টুকে আস‌তে না দেওয়ার বিষ‌য়ে সরকার‌কে দায়ী ক‌রে ব‌লেন, যারা কর‌ছেন যা কর‌ছেন তারা থে‌মে যান অনেক ক‌রে‌ছেন। এলাকার একজন জনপ্রতি‌নি‌ধি ছি‌লেন আমার ভাই পিন্টু। সবাই তাঁকে চি‌নেন ভালো মানুষ হিসেবে। আমার ভ‌াই মা‌য়ের মরা মুখটা দেখ‌তে পার‌বেন না, এটা কি হ‌তে পারে? জানাজায় কেন্দ্রীয় বিএন‌পির নির্বাহী কমিটির সদস‍্য এস এম ওবায়দুল হক নাসির, কৃষক দলের সহসভাপতি মাইনুল হোসেন, কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক মিঞা মো. রাসেল, যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল করিম সরকার, জেলা উপ‌জেলাসহ স্থানীয় বিএন‌পি ও অঙ্গসংগঠ‌নের নেতাকর্মী‌রা উপ‌স্থিত ছি‌লেন। জানাজা শে‌ষে গু‌লি‌পেচা পারিবা‌রিক কবরস্থা‌নে সালমা বেগমের মরদেহ দাফন করা হয়।