দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের অংশগ্রহনে আন্তর্জাতিক পাই ও গণিত দিবস উদযাপন উপলক্ষ্যে বক্তব্য ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ই মার্চ) দুপুর ২ টায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোলাম মোস্তফা (জি.এম) পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে আন্তর্জাতিক পাই ও গণিত দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোজাম্মেল হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নূর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক সৈয়দ সাইফুল ইসলাম। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা অফিসার নূর আলম বলেন, প্রতি বছর এই দিনটিকে বিশ্বব্যাপী গাণিতিক ধ্রুবক ‘পাই’ (π)-এর সম্মানে ‘বিশ্ব পাই দিবস’ হিসেবে পালন করে আসছে। পাই-এর মান প্রায় ৩.১৪ তাই প্রতি বছর মার্চ ১৪ (৩/১৪) তারিখে পালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.