দিনাজপুরের ফুলবাড়ীতে রজমানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজলো নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআই এর যৌথ অভিযানে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরী ও পরিবেশনের দায়ে ৫২ হাজার ২ শত টকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ১০ টায় ভোক্তা অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মোছাঃ মমতাজ বেগম ফুলবাড়ী কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন। সেখানে তিনজন মাছ ব্যবসায়ীকে ৭ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। একই দিনে দুপুর ২ টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম বিএসটিআই এর প্রতিনিধি ও ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ আশ্রাফুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য প্রস্তুত করার অভিযোগে জনতা বেকারিকে ৩০ হাজার, শিখা বেকারিকে ৫ হাজার ও সেতু ব্যাকারীর ১০ হাজার টাকা, মোট ৫২ হাজার ২ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিাসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম জানান, রমজানে পণ্যের গুনগতমান সমুন্নত রাখতে ও বাজার নিয়ন্ত্রনের এই অভিযান চালানো হচ্ছে। রমজান মাসে ধারাবাহিকভাবে এই অভিযান অব্যাহত থাকবে।